পঞ্চগড়: পঞ্চগড়ে নেশার টাকা না দেওয়ায় মা জয়তুন নেছাকে (৫০) হত্যা করেছেন পাষণ্ড ছেলে শহিদুল ইসলাম (৩২)।
শনিবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পঞ্চগড় সদরের মিঠাপুকুর এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে শহিদুলের মা জয়তুনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান টিউবওয়েলের কাছে জয়তুন পড়ে আছে এবং তার গলায় ধারালো অস্ত্রের আঘাত। তবে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান শহিদুল। জয়তুনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শহিদুল মাদকাসক্ত ছিলেন।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আসরাফ হোসেন বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে নেশার টাকা না দেওয়ায় মাকে হত্যা করে পালিয়েছেন শহিদুল। তাকে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এসআরএস