ঢাকা: লকডাউনের বিষয়ে সরকারি প্রজ্ঞাপনের পর যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা লকডাউনের সরকারি প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনে যাচ্ছে সরকার।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
ডিএন/আরবি