চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় শরীরে বাংলা মদ ছিটিয়ে পবিত্র করার নামে এক নববধূকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
শনিবার (০৩ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার মাছের আড়ৎ পট্টির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশন চুয়াডাঙ্গা শাখা।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশন চুয়াডাঙ্গা শাখার সভাপতি প্রসেনজিৎ দাশ মলয়, সাধারণ সম্পাদক হেমন্ত দাশসহ অন্যরা।
মানববন্ধনে তারা বলেন, সভ্য সমাজে জাতে তোলার অজুহাতে নববধূ এবং তার পরিবারের ওপর যে নির্যাতন চালানো হয়েছে তা আইন বহির্ভূত এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল। ঘটনাটি সব নারীর জন্য অবমাননাকর এবং লজ্জারও। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
জানা যায়, মাস দুয়েক আগে চুয়াডাঙ্গার সাতগাড়ি এলাকার স্বর্গীয় বিরু ডোমের ছেলে হৃদয় ডোম বড়বাজার মাথাভাঙ্গা ব্রিজ এলাকার কালীচরণের মেয়ে রিতা বাশফোঁড়কে বিয়ে করেন। ডোমের ছেলে হয়ে বাশফোঁড় সমাজের মেয়ে বিয়ে করায় ডোম সমাজের জাত গেছে বলে অভিযোগ তুলে বিচারের আয়োজন করেন ডোম সমাজপতিরা। গত ২৩ মার্চ রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের মাছের আড়ৎপট্টি এলাকায় বিচার বসিয়ে পবিত্রতার কথা বলে প্রকাশ্য পরপুরুষদের সামনে ডোম সম্প্রদায়ের এক নববধূর শরীরে বাংলা মদ ছিটানো হয়। একঘরে করে দেওয়ার ভয় দেখিয়ে ওই নির্যাতন চালানোর নির্দেশ দেন ডোম সমাজের প্রধানরা।
এদিকে, এ ঘটনায় অভিযুক্তদের শাস্তি চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশন চুয়াডাঙ্গা শাখার নেতারা।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এনটি