ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৩৭ মণ জাটকা জব্দ, দুই জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
চাঁদপুরে ৩৭ মণ জাটকা জব্দ, দুই জনের কারাদণ্ড ছবি: বাংলানিউজ

চাঁদপুর: জাতীয় সম্পদ জাটকা রক্ষায় চাঁপুর শহরের পুরানবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আড়াই হাজার কেজি (৩৭ মণ) জাটকা জব্দসহ দু’জনকে আটক করেছে কোস্টগার্ড।  

শনিবার (৩ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি।

 

আটক দু’জন হলেন- চাঁদপুর সদর থানার ব্রাহ্মণগাঁও গ্রামের মো. সেলিম মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা (১৬) ও নওগাঁ জেলার মহাদেবপুর থানার খৌরদ্র নারায়াণপুর গ্রামের মৃত মো. হোসেন আলী মণ্ডলের ছেলে রফিকুল ইলসলাম (৩৫)।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সকালে চাঁদপুর শহরের পুরান বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা। এ সময় জেলা সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া থেকে ঢাকার যাত্রাবাড়ীগামী একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ৩৭ মণ জাটকা জব্দসহ ওই দু’জনকে আটক করা হয়। জব্দ করা হয় পিকআপভ্যানটিও। পরে আটক দু’জনকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ।

জব্দ করা জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।