ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে পৌরসভার ৭২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে পৌরসভার ৭২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরভবন ও মেয়রের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংবাদ সম্মেলন হয়েছে।

শনিবার (০৩ এপ্রিল) দুপুরে শহরের পাইকপাড়ায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন মেয়র নায়ার কবির।

তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতাল চলাকালীন সময়ে বিএনপি-জামায়াত জোটের এবং বিগত পৌর নির্বাচনে পরাজিত আমার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একদল অশৃঙ্খল লোক বঙ্গবন্ধু স্কয়ার, বঙ্গবন্ধু প্রতিকৃতি এবং পৌর ভবনে গান পাউডার ও পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেয়। এত পৌরসভার চতুর্থতলা বিশিষ্ট পৌর কমপ্লেক্স ভবন ও কার্যালয়ে সকল কাগজপত্রসহ প্রয়োজনীয় যন্ত্রপাতিতে অগ্নিসংযোগ ও লোটপাট চালায়। এতে প্রায়৭২ কোটি টাকার ক্ষতি হয় বলেও জানান তিনি।

এছাড়া তার বাসভবনেও হামলা চালানো হয়। বর্তমানে পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রয়েছে উল্লেখ করে তিনি সরকারের সহযোগিতা কামনা করেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।