ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কুতুপালংয়ে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ দিলো উপজেলা প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
কুতুপালংয়ে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ দিলো উপজেলা প্রশাসন

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগুনে পুড়ে যাওয়া বখতিয়ার মার্কেটের দোকানগুলোর মালিকদের হাতে অর্থ তুলে দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।

এসময় ক্ষতিগ্রস্ত সাত ব্যবসায়ীকে জনপ্রতি ৭ হাজার ৫শ টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।

উখিয়ার ইউএনও জানান, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের তহবিল থেকে ব্যবসায়ীদের সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের অবকাঠামো নির্মাণে ঢেউটিনসহ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলে জানান তিনি।

ক্ষতিগ্রস্ত এডি ফ্যাশনের মালিক উসমান বলেন, অগ্নিকাণ্ডে দোকানের বিপুল পরিমাণ টাকার মালামাল পুড়ে গেছে। পুরোপুরি ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব নয় তবে, প্রশাসনের সহযোগিতা ঘুরে দাঁড়াতে সাহস জোগাবে।

দ্রুত সময়ে সহযোগিতা করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান বখতিয়ার মার্কেটের মালিক ও ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, প্রশাসনের সহযোগিতায় অগ্নিকাণ্ডের দিন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ।

গত বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবির সংলগ্ন কুতুপালং বাজারের বখতিয়ার মার্কেটের একটি কাপড়ের দোকানে আগুন লাগে। দোকানে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় ৩ রোহিঙ্গা যুবক। আগুনে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।