ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ

ঢাকা: হঠাৎ দেশে করোনা ভাইসাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনে যাচ্ছে সরকার। সেইসঙ্গে করোনা প্রতিরোধে সঠিক নিয়মে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাও রয়েছে।

দেশব্যাপী লকডাউন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও লকডাউনকে কেন্দ্র করে সব নির্দেশনা পালনে পুলিশ আরও কঠোর হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শনিবার (৩ এপ্রিল) ডিএমপি কমিশনার সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, গত বছর করোনার শুরুতে পুলিশ কোনো অভিজ্ঞতা ছাড়াই মাঠে থেকে কাজ করেছে। গতবারের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এবার পুলিশ কাউকেই লকডাউন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনে ছাড় দেবে না।

ডিএমপি কমিশনার বলেন, গত বছর লকডাউন চলাকালে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে ঢাকা ছেড়েছিল। এবার তা হতে দেওয়া হবে না। করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে পুলিশ মাঠে থেকে কাজ করবে।

গত বছরের লকডাউন পর্যালোচনা করে অভিজ্ঞতা বাস্তবায়নের বিষয়ে পরিকল্পনা করার জন্য আগামী রোববার (৪ এপ্রিল) পুলিশ এ বিষয়ে একটি সভা করবে বলেও জানান মোহা. শফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।