ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
ধামরাইয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ২০ দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক

সাভার (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ডের পাশে বাসের সঙ্গে ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।  

শনিবার (৩ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নাম-পরিচয় ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

জানা গেছে, বিকেলে ঢাকা থেকে মানিকগঞ্জগামী সুবর্ণ এক্সপ্রেস ও মানিকগঞ্জ থেকে ঢাকাগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাস চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতালে পাঠানো হয়।

এদিকে এ ঘটনার জেরে ঢাকা-আরিচা মহাসড়কের দুই লেনেই প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় ২ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।