ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে গণধর্ষণ মামলায় দুই আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
রূপগঞ্জে গণধর্ষণ মামলায় দুই আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ:  নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ বছর বয়সের এক তরুণীকে গণধর্ষণের মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বরগুনা জেলার সদর থানার পরিরখাল গ্রামের পনু হাওলাদারের ছেলে বাবুল মিয়া ও ভোলা জেলার বোরহান উদ্দিন থানার খয়েরহাট গ্রামের রফিক মিয়ার ছেলে আমির হোসেন। তারা বর্তমানে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের মহি শিকদারের বাড়িতে ভাড়া থাকেন।  

রূপগঞ্জ থানা সুত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার ডুংলিয়া গ্রামের পরিবারের সদস্যদের সঙ্গে ওই তরুণী রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পুর্বগ্রাম এলাকার কুদ্দুস মাতাব্বরের বাড়িতে ভাড়া থাকেন।  
গত ২৭ মার্চ রাতে অভিযুক্ত বাবুল মিয়া ও আমির হোসেনসহ আরো কয়েকজন ওই তরুণীকে জোরপূর্বক তুলে এনে পূর্বগ্রাম এলাকার নির্জন স্থানে গণধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলা ও ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আরো আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।