ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মামুনুল হকের দ্বিতীয় বিয়ের লুকোচুরি নিয়ে ভাগ্নের পোস্ট  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
মামুনুল হকের দ্বিতীয় বিয়ের লুকোচুরি নিয়ে ভাগ্নের পোস্ট  

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের দ্বিতীয় বিয়ে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সে প্রসঙ্গে কথা বলেছেন তার ভাগ্নে মাওলানা এহসানুল হক। শনিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন, আমার শ্রদ্ধেয় মামা আল্লামা মামুনুল হককে তার দ্বিতীয় স্ত্রী (আমার মামী)সহ নারায়ণগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা রিসোর্টে আক্রমণ করেছে।

এটি পারিবারিকভাবে হয়েছে। এ বিয়ে কোনো লুকোচুরির বিষয় নয়।  

রাজধানীর জামিয়া রহমানিয়ার শিক্ষক মাওলানা এহসানুল হক আরও বলেন, ‘শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের পরিবারের সদস্যরা আজ নির্বাক, স্তম্ভিত ও বাকরুদ্ধ। আমরা মজলুম ইয়া আল্লাহ। একজন আলেম তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলেও দুশমনদের হাতে এভাবে হেনস্তা হতে হবে? ইয়া আল্লাহ, তুমি আমাদের পরিবারের ওপর রহম করো। আমার সম্মানিত মামাকে হেফাজত করো। একজন আলিমের পাঞ্জাবি ছিঁড়ে আমাদের কলিজা ছিঁড়ে দিলো ওরা। যারা এমন হয়রানি করলো তাদের বিচার চাই। তুমি সব দেখছো আল্লাহ। ’

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।