ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে করোনায় রোগীর মৃত্যু, অক্সিজেন না দেয়ার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
নারায়ণগঞ্জে করোনায় রোগীর মৃত্যু, অক্সিজেন না দেয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের খানপুরে ৩শ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় চুন্নু শিকদার নামে একজন মারা গেছেন।  

শনবার (৩ এপ্রিল) রাতে তিনি মারা গেলে তার স্বজনরা অভিযোগ করেন আইসিইউতে অক্সিজেন ঠিকমতো না দেওয়ায় সে মারা গেছে।

এ নিয়ে স্বজনদের সঙ্গে দায়িত্বরতদের বাকবিতণ্ডা হয়।  

চুন্নু শিকদার শহরের জামতলা এলাকার বাসিন্দা। তিনি বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। শুক্রবার (২ এপ্রিল) হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের জানায় রোগীর অবস্থা খারাপের দিকে।  

অক্সিজেন না দেওয়ার ব্যাপারে জানতে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের হাসপাতালে ২৪১ সিলিন্ডার অক্সিজেন রয়েছে। এটি তো ম্যানুয়াল একটি শেষ হলে আরেকটি লাগাতে হয়। অক্সিজেনের কোনো স্বল্পতা নেই। আমাদের আইসিইউ ও বেড সবগুলো রোগীতে পূর্ণ। আমরা কখনোই একটি রোগীর অবস্থার অবনতি হোক সেটি চাই না। তবে সবাইকে হয়তো অনেক সময় বাঁচানো সম্ভব হয় না।

তিনি বলেন, গতকাল রোগীর স্বজনদের জানানো হয়েছে যে রোগীর অবস্থা অবনতি হচ্ছে। তারা জানিয়েছিলেন এখন অন্য কোথাও নিতে পারবেন না কারণ কোথাও খালি নেই। তিনি আজ কিছুক্ষণ আগে মারা গেছেন।  

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।