ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ধর্মপাশায় নদী থেকে হঠাৎ করে উঠছে গ্যাস,  এলাকায় আতঙ্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
ধর্মপাশায় নদী থেকে হঠাৎ করে উঠছে গ্যাস,  এলাকায় আতঙ্ক

সুনামগঞ্জ:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাকইকুরাটি ইউনিয়নের বালিয়া গ্রামের মাঝের হাটির পেছনে কলমা নদীতে হঠাৎ গ্যাস উদ্বগীরণ হচ্ছে।  

শনিবার (০৩ এপ্রিল) সকালে গ্যাসের বুদবুদ দেখে স্থানীয় এলাকাবাসী  কেউ সেখানে কৌতুহল নিয়ে আগুন ধরিয়ে দেয়।

এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন নদীর পাড়ের বাসিন্দারা।  
স্থানীয় চেয়ারম্যানের নির্দেশে নদীর পাড়ের লোকজন আপাতত সেখানে যাওয়া বন্ধ রেখেছেন। এলাকাবাসী  বিষয়টি প্রশাসনকে অবগত করলেও  দুপুর সাড়ে তিনটা পর্যন্ত প্রশাসনের কেউ সেখানে যায়নি।  

বালিয়া গ্রামের মাঝের হাটির বাসিন্দা শ্যামল চন্দ্র সরকার  জানান, তার বাড়ির পেছনে কলমা নদীটি শুকিয়ে গেছে। সেখানে গ্রামের ছেলে মেয়েরা খেলাধুলা করে। খেলার সময় কেউ দেখে যে নদী থেকে বুদবুদ উঠছে। বিষয়টি গ্রামে জানাজানি হলে সকালে সেখানে গিয়ে একটি পাইপ বসিয়ে পাইপের মুখে দিয়শলাই দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সকাল থেকে সেখানে আগুন জ্বলতে থাকলে দুপুর দুইটার দিকে স্থানীয়রা আগুন নিভিয়ে দেয়।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান বাংলানিউজকে জানান,দুর্ঘটনা এড়াতে  এলাকাবাসীকে  ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বাংলানিউজকে জানান ,বিষয়টি শুনেছি। তবে গ্যাসের পরিমাণ কম।  

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।