ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

পুত্র ও পুত্রবধূসহ এমপি মিলাদ গাজী করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
পুত্র ও পুত্রবধূসহ এমপি মিলাদ গাজী করোনায় আক্রান্ত গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ

হবিগঞ্জ: হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, তার ছেলে গাজী মোহাম্মদ ফাওয়াজ ও পুত্রবধূ ইফাত জাহান চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা বাসায় আইসোলেশনে রয়েছেন।

 

শনিবার (৩ এপ্রিল) রাত সাড়ে দশটায় সপরিবারে এমপি মিলাদ গাজী করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী (পিএ) মহিবুর রহমান।

 

এমপি মিলাদ গাজী করোনা ভাইরাস পরীক্ষার জাতীয় সংসদে নমুনা দিয়েছিলেন। শনিবার সেখান থেকে তাকে জানানো হয়েছে, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।  আগের দিন শুক্রবার সংসদ সদস্যদের ছেলে ও পুত্রবধু একটি হাসপাতালে নমুনা পরীক্ষা পরীক্ষা করালে তাদেরর রিপোর্টেও করোনা পজিটিভ আসে।
ব্যক্তিগত সহকারী (পিএ) মহিবুর রহমান বাংলানিউজকে বলেন, তিনজনের শরীরেই হালকা জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। তারা জাতীয় সংসদের ন্যাম ভবনের বাসায় আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

তিনি আরও জানান, সংসদ সদস্যের স্ত্রী রওশন আক্তার ও মেয়ে ফায়হা রওশনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। পরিবারের তিনজন আক্রান্ত হওয়ার পরপরই মা-মেয়েকে ন্যাম ভবনের বাসা থেকে রাজধানীর সেগুন বাগিচায় আরেকটি বাসায় স্থানান্তর করা হয়েছে।

 বাংলাদেশ সময়: ০৪২১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।