ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজদিখানে আলুর ক্ষেতে বিশাল কর্মযজ্ঞ

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
সিরাজদিখানে আলুর ক্ষেতে বিশাল কর্মযজ্ঞ

ঢাকা: কৃষিনির্ভর দেশ বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় আলুর চাষ হলেও মুন্সিগঞ্জ জেলার ছয়টি উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এবার চাষ হয়েছে গোল আলু।

এলাকাগুলো হলো- রশুনিয়া, ধানিয়াপাড়, ডাকাতিয়াপাড়া, খিল্লাপাড়া, বাসাইল এবং চোরমদন। তবে তুলনামূলক চোরমদন এলাকায় বেশি আলু চাষ হয়ে থাকে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। আর আলু উত্তোলনের মৌসুম হওয়াতে এখন সেখানে চলছে বিশাল কর্মযজ্ঞ।

প্রতিবছর সিরাজদিখানে আলুর রোপণ মৌসুমের শুরু থেকেই সেখানে বেড়ে যায় শ্রমিকসহ বিভিন্ন উপকরণের মজুরি। আলু আবাদ ও উত্তোলনের সময় স্থানীয় মজুর কোনোভাবেই পাওয়া যায় না। ফলে বাইরের জেলার মজুরদের ওপর নির্ভর করতে হয় চাষিদের। এসময় কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এলাকার মজুরদের আনাগোনা লক্ষ্য করা যায় বেশি। এসময় একজন মজুর দিনে ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকা মুজুরি নিয়ে থাকে।

সরেজমিনে গিয়ে কথা হয় সাদিক নামে এক কৃষকের সঙ্গে। তিনি বাংলানিউজকে জানান, এক বছরের জন্য ৮০ হাজার টাকায় দেড় পাকি জায়গায় তিনি লিজ নিয়েছেন। এখানে আলুর পাশাপাশি ধান-পাট চাষ করা হয়। গতবছর আলু বিক্রি করে প্রায় দুই লাখ টাকা আয় করেছি। এবারও গতবারের তুলনায় একটু কম আয় হবে বলে ধারণা করছি।

তিনি আরও বলেন, গত বছর বীজের দাম একটু কম ছিল কিন্তু এ বছর দামটা বেশি। গত বছরে যে বীজ কিনেছিলাম ১৪০০ টাকা এবার তা কিনতে হয়েছে ২৪০০ টাকা দিয়ে। অন্য খরচ বৃদ্ধি পাওয়ায় এ বছর আলুর ফলন হিসাবে লাভ কম হবে। কোল্ড স্টোরেজে রাখলে আনুষাঙ্গিক খরচ বাদ দিয়ে লোকসান হয়। তাই কিছু আলু স্টোরে না রেখে ক্ষেত থেকে বিক্রি করে দিচ্ছি।

জানা যায়, বাংলাদেশে ৮০ লাখ টন আলুর চাহিদা রয়েছে। এ বছর সিরাজদিখান থেকে প্রায় তিন লাখ ৩২ হাজার টন আলুর ফলন হতে পারে। এ বছর উপজেলার ১৪টি ইউনিয়নে ৯ হাজার ২০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। ইতোমধ্যে আলু প্রায় শতভাগ উত্তোলন করা হয়েছে। গত বছরের তুলনায় এবার আলুর ভাল ফলন হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।