ঢাকা, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত টাঙ্গাইলের এমপি মনির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
দ্বিতীয়বার করোনায় আক্রান্ত টাঙ্গাইলের এমপি মনির তানভীর হাসান ছোট মনির

টাঙ্গাইল: দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন টাঙ্গাইল-২ (গোপালপুর—ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।  

শনিবার (৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে তার নমুনা সংগ্রহ করা হয়।

রোববার (৪ এপ্রিল) তিনি করোনা আক্রান্ত শনাক্ত হন।  

তানভীর হাসান ছোট মনির বর্তমানে ঢাকার নিজ বাসায় অবস্থান করছেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন এমপির বড় ভাই বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির।

গত বছর ২১ সেপ্টেম্বর প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন তানভীর হাসান ছোট মনির। পরে তিনি ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড মেডিক্যাল হাসপাতালে ভর্তি হয়ে ১৮ দিন চিকিৎসাধীন থেকে সুস্থ হন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ