বগুড়া: বগুড়া জেলা ছাত্রীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম খান (২৭) হত্যা মামলার মূল আসামি আব্দুর রউফসহ সকল আসামিদের দ্রুত গ্রেফতারের এবং হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করার দাবীতে মানববন্ধন করা হয়েছে।
রোববার (০৪ এপ্রিল) দুপুরে শহরের সাতমাথায় বগুড়া জেলার সচেতন অভিভাবক ও শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে নিহত তাকবিরের মা মোছা. আফরুজা ইসলাম বলেন, আমার ছেলেকে বিনা অপরাধে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রশাসনের কাছে আমার জোর দাবী যারা তাকে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করা হোক।
মানববন্ধনে বক্তারা বলেন, মুল আসামি সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করে হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করা হক।
উল্লেখ্য, গত ১১ মার্চ দুপুরে বগুড়া শহর থেকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী দলীয় কর্মসূচিতে ধুনট উপজেলা সদরে যান। সেখানে মোটরসাইকেলে ধাক্কা দেওয়া নিয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের এক নেতার সঙ্গে তাকবিরের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসা হয়ে যায় ছাত্রলীগের অন্যান্য নেতাদের হস্তক্ষেপে। পরে ধুনট থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা বগুড়া শহরে ফিরে আসেন। রাতে শহরের সাতমাথায় জিলা স্কুল সংলগ্ন ফুটপাতে বসে আড্ডা দিচ্ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সস্পাদক আব্দুর রউফ ও তার নেতাকর্মীরা। রাত ৯টার দিকে তাকবির তার কর্মী ও সমর্থকদের সঙ্গে রউফ গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয় গ্রুপের আট থেকে নয় জন আহত হন।
ওই রাতেই গুরুতর আহত অবস্থায় তাকবিরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে একাধিক জখমের চিহ্ন ছিল। মূলত অতিরিক্ত রক্তক্ষরণ, হার্টের সমস্যা এবং বুকে আঘাতের কারণে তার শারীরিক অবস্থা খারাপের দিকে যেতে থাকে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে তাকবির মারা যান।
এদিকে সংঘর্ষের পর গত ১৩ মার্চ দুই গ্রুপের পক্ষ থেকে বগুড়া সদর থানায় পাল্টাপাল্টি পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবিরের মা আফরোজা ইসলাম বাদী হয়ে বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ সাত জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৩০ থেকে ৩৫ জনের নামে মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
কেএআর