সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার ঘটনায় বিচার না পেয়ে দুই সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা এবং শিশু নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে তিন জনকে আসামি করে মামলা হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) রাতে আত্মহননকারী গৃহবধূ মাহফুজা খাতুনের ভাই মশিউর রহমান বাদী হয়ে কলারোয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টাকারী কলারোয়া উপজেলার পূর্ব লাঙ্গলঝাড়া গ্রামের হৃদয় গাজী, তার বাবা লাল্টু গাজী ও তার চাচা আব্দুল আজিজ ওরফে করিম গাজী।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, মশিউর রহমান বাদী হয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে শনিবার রাতে তিন জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। পারিবারিক সিদ্ধান্তহীনতায় মামলা করতে দেরি হয়েছে বলে জানান ওসি।
তিনি আরো জানান, এ মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, অবিলম্বে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামের শিমুল সরদার ও মাহফুজা দম্পতির মেয়ে মোহনা খাতুনকে (৫) চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে গত সোমবার ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী লাল্টু গাজীর ছেলে বখাটে হৃদয় গাজী। শিমুল সরদার জীবিকার প্রয়োজনে বাইরে থাকায় স্ত্রী মাহফুজা খাতুন এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়ে বিচার না পেয়ে ছেলে মাহফুজুর রহমান (৮) ও মেয়ে মোহনা খাতুনকে (৫) শ্বাসরোধ করে হত্যা করে তিনি গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
আরএ