সিরাজগঞ্জ: যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন করায় সিরাজগঞ্জের চৌহালীতে দুইটি ড্রেজার পুড়িয়ে ধংস করলেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০৪ এপ্রিল) বিকেলে উপজেলার জোতপাড়া যমুনা ঘাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা ইয়াসমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও আফসানা ইয়াসমিন জানান, যমুনা নদীর বিভিন্ন এলাকায় খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে জোতপাড়া নৌকা ঘাট এলাকায় পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে দুইটি খননযন্ত্র ও কিছু পাইপ জব্দ করা হয়। এসময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের কাউকে আটক করা যায়নি। তবে খননযন্ত্র ও পাইপগুলি আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টার দায়ে খাসকাউলিয়া ইউনিয়নের দক্ষিণ জোতপাড়া মহল্লার আবদুল মতিনকে ৫০ এক হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
আরএ