মানিকগঞ্জ: পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (৪ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না লাল নন্দি বাংলানিউজকে বলেন, মাঝ পদ্মায় বাতাসের তীব্রতা কমে আসায় পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। রাত সাড়ে ৭টার সময় বেশ কিছু যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে দুটি লঞ্চ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে পৌনে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। বাতাস ও ঢেউ কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
আরএ