ঢাকা, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫, ১৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

লকডাউনের ঘোষণায় সিলেটে জনস্রোত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
লকডাউনের ঘোষণায় সিলেটে জনস্রোত

সিলেট: রাস্তার মোড়ে মোড়ে যানজট। সিএনজিচালিত অটোরিকশায় তিনজনের বদলে নেওয়া হচ্ছে পাঁচজন যাত্রী।

হাট-বাজারের দোকানে দোকানে মানুষের ভিড়। রাস্তার মোড়ে মোড়ে গাড়ির অপেক্ষায় জনস্রোত। ফুটপাত ধরে চলা মানুষের মধ্যে নেই নিরাপদ শারীরিক  দূরত্ব।

সরকারের লকডাউনের প্রজ্ঞাপন জারির পর সিলেটের সাধারণ মানুষ শহর ছেড়ে যাচ্ছেন গ্রামের বাড়িতে। এসব মানুষের চলাচলে নগরের মোড়ে মোড়ে যানজটের সৃষ্টি হয়। এদিকে যানজট নিরসনে বেগ পেতে হয়েছে  সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগকে।

রোববার (৪ এপ্রিল) সারাদিন সিলেট নগরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সিলেট নগরের জিন্দাবাজার, চৌহাট্টা, বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট, নয়াসড়ক, জেল রোড পয়েন্ট, সুবহানীঘাট, নগরের প্রবেশদ্বার কদমতলী বাস টার্মিনাল, হুমায়ুন রশিদ চত্বর, কুমারগাঁওয়ে যানবাহনের জট লেগেই ছিল। নগরের পাইকারি বাজার কালিঘাট ও সুবহানীঘাট কাঁচাবাজারে কাঁচামাল কিনতে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
সংশ্লিষ্টরা জানান, লকডাউনে বন্ধ থাকবে ট্রেন। আর বাসে ধারণ ক্ষমতার ৫০ শতাংশ যাত্রী বহন করাসহ ৬০ শতাংশ ভাড়া বাড়ায় বাসের আসন সংকট। ফলে গণপরিবহন বন্ধ থাকার খবরে বাড়ি ফেরা মানুষের স্রোত নগর ছেড়ে গ্রামের উদ্দেশ্যে। সেই সুযোগে সরকারি চাকরিজীবীদের অনেকে আগেভাগেই অফিস শেষে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

ঘরে ফেরা এসব মানুষের অভিযোগ, মানুষের যাতায়াত বেশি হওয়ায় সিএনজিচালিত অটোরিকশার চালকরাও ভাড়া বাড়িয়ে দিয়েছেন। যানজটের কারণ দেখিয়ে অতিরিক্ত ভাড়া দাবি করেন রিকশা চালকরাও। অটোরিকশায় ৫০ টাকার ভাড়া নেওয়া হয় ১৫০ টাকা। আর রিকশায় ১০ টাকার ভাড়া নিচ্ছে ৩০ থেকে ৪০ টাকা।

সিলেটের স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘লকডাউনের খবরে নগরের মানুষ দেখে মনে হয়েছে বিশেষ কোনো ছুটি ঘোষণা হয়েছে। তাই তারা স্বজনদের সঙ্গে দেখা করতে বাড়ি ছুটছেন। শহরের রাস্তাঘাট, দোকানপাটে মানুষের জটলা ছিল চোখে পড়ার মতো।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বাংলানিউজকে বলেন, লকডাউন হওয়াতে মানুষের স্রোত গ্রামের উদ্দেশ্যে। এ যেন ঈদের মৌসুম। করোনা সুরক্ষার চেয়ে ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি বলেন, লকডাউনের খবরে হঠাৎ করে মানুষের চলাচল বেড়ে গেছে। এতে রাস্তার মোড়ে মোড়ে ছিল যানজট। তাই ট্রাফিক বিভাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে যানজট নিরসন করা হয়েছে। বিশেষ করে নগরের ছয়টি প্রবেশদ্বারে ট্রাফিকের লোকবল বাড়ানো হয়েছে। গণপরিবহনগুলোকেও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে পুলিশের চেষ্টা থাকলেও মানুষকে সচেতন হতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ