ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

মাটি কাটার মেশিনে পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৬, এপ্রিল ৬, ২০২১
মাটি কাটার মেশিনে পড়ে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় ইটভাটার মাটি কাটার মেশিনে পড়ে শুকুর আলী (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এস এস বি নামে সম্রাটের ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

শুকুর আলী পাঁচপীর ইউনিয়নের হেলা আমতলা বাগানিয়াপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইটভাটায় কাজ করছিলেন শুকুর আলী। একপর্যায়ে অসাবধানতায় মাটি মাখা মেশিনে পড়ে যান শুকুর আলী। এতে মেশিনে চাপা পড়েন তিনি। দ্রুত সহকর্মীরা তাকে উদ্ধার করে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তানিয়া ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।