ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শুক্রবার (৯ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন-পল্লবী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এমপি ইলিয়াস মোল্লার সহযোগী মো. রমজান আলী সিটু (৪৭), মোহাম্মদপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মো. আলমগীর (৩৫), গুলশান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ওরফে রাসেল আল জোবায়ের (৩০), ঢাকা মহানগর ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান (৪৫) ও আওয়ামী লীগ মনোনীত ১৬ নং ধামঘর ইউনিয়ন চেয়ারম্যান ও কুমিল্লার ৩ নং মুরাদনগর আসনের সংসদ সদস্যের এপিএস মো. আব্দুল কাদের (৫২)।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজধানীর পল্লবী এলাকা থেকে মো. রমজান আলী সিটুকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মো. আলমগীরকে গ্রেপ্তার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালীস্থ রসুলবাগ এলাকা থেকে মো. রাসেল ওরফে রাসেল আল জোবায়েরকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। একইদিনে ডিবি-রমনা বিভাগের একটি আভিযানিক দল ঢাকা মাওয়া হাইওয়ে থেকে মেহেদী হাসানকে ও কলাবাগান থানা এলাকা থেকে মো. আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এজেডএস/জেএইচ