ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৬৭৩ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, মে ৯, ২০২৫
দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৬৭৩ জন ফাইল ছবি

ঢাকা: দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬৭৩ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১৭৫ জন।

শুক্রবার (৭ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৬৭৩ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৭৩ ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৪৯৪ জন। এ ছাড়া অভিযানে বিস্ফোরিত ককটেলের সাদৃশ্য অংশ বিশেষ উদ্ধার করা হয়।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।