ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

রায়পুরে পিকআপ ভ্যানের চাপায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, ডিসেম্বর ৬, ২০২১
রায়পুরে পিকআপ ভ্যানের চাপায় যুবকের মৃত্যু প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে পিকআপ ভ্যানের চাপায় মো. জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) রাত ৮ টার দিকে পৌর শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর উপজেলার চরমোহনা গ্রামের মোল্লা বাড়ির আবুল কালাম মোল্লার ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহাঙ্গীরের মোটরসাইকেল নিয়ে রায়পুর-হায়দরগঞ্জ সড়কের নতুন বাজার এলাকায় আসলে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।  পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর দুবাই যাওয়ার জন্য সব কাগজপত্র প্রস্তুত করছিলেন। ঘটনার রাতে তিনি পুলিশ ভেরিফিকেশন কাগজের জন্য রায়পুর থানার যাচ্ছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।