ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

পেট্রোবাংলা-মৎস্য উন্নয়ন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, ডিসেম্বর ৬, ২০২১
পেট্রোবাংলা-মৎস্য উন্নয়ন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান

ঢাকা: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) ও মৎস্য উন্নয়ন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক নাজমুল আহসান।

সোমবার (৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব নাজমুল আহসানকে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা গ্রেড-১ কর্মকর্তা এ বি এম আবদুল ফাত্তাহকে অবসরে যাওয়ার সুবিধার্থে গত ২৪ নভেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর গত ২৮ নভেম্বর থেকে তাকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এছাড়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. হেমায়েৎ হুসেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।