ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

হরিনাকুন্ডুতে ২ বাইকের সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, ডিসেম্বর ১৯, ২০২১
হরিনাকুন্ডুতে ২ বাইকের সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর আলম (৪০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কামাল হোসেন (৬০) নামে অপর মোটরসাইকেলআরোহী।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে  উপজেলার তাহেরহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম হরিনাকুন্ডু উপজেলার শ্রীপুর গ্রামের জইবুদ্দিনের ছেলে। আহত কামাল হোসেন একই গ্রামের বাসিন্দা।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, একটি মোটরসাইকেলে করে হরিণাকুন্ডু শহরের দিকে যাচ্ছিলেন নুর আলম ও কামাল। পথে তাহেরহুদা গ্রামে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুর আলম ও কামাল সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান নুর আলম। আহত কামালকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।