ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

আশ্রয়ন প্রকল্প থেকে দম্পতির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, ডিসেম্বর ১৯, ২০২১
আশ্রয়ন প্রকল্প থেকে দম্পতির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া আশ্রয়ন প্রকল্পের একটি রুম থেকে সুমন শেখ (২৫) ও সোনিয়া খাতুন (২০) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) সকালে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় কুমারখালী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন শেখ ও সোনিয়া খাতুন নামের ওই দম্পতি কুমারখালীর কয়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। তাদের তিন বছরের একটা ছেলে রয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে শিশুটির কান্নায় বাড়ির লোকজন এসে দেখে সুমন ঘরের ডাবের সঙ্গে রশিতে ঝুলছে এবং তার স্ত্রী বিছানায় পড়ে আছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনই আত্মহত্যা করেছে। সুমন গলায় রশি পেঁচিয়ে এবং তার স্ত্রী সোনিয়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।