ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, ডিসেম্বর ২৬, ২০২১
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

রোববার (২৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে।

রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টঙ্গী-ভৈরব রেললাইন দিয়ে সিলেট যাচ্ছিল পারাবত এক্সপ্রেস ট্রেন। পরে আড়িখোলা রেল স্টেশন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। নরসিংদী রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা বিষয়টি দেখবেন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন।

আড়িখোলা রেলওয়ে স্টেশন মাস্টার আজিজুর রহমান ভূঁইয়া বলেন, ট্রেন চলে যাওয়ার পর প্ল্যাটফর্মের পূর্বদিকে রেল লাইনে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে মরদেহ রেললাইন থেকে মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০১৭, ডিসেম্বর ২৬, ২০২১
আরএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।