ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্কুলের মধ্যেই শিক্ষিকাকে পেটালেন প্রধান শিক্ষক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
স্কুলের মধ্যেই শিক্ষিকাকে পেটালেন প্রধান শিক্ষক

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে সহকারী এক নারী শিক্ষককে পিটিয়েছেন প্রধান শিক্ষক।

রোববার (০২ জানুয়ারি) দুপুরে উপজেলার ক্ষুদ্র শাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ঘটনা ঘটেছে।

আহত নারী শিক্ষককে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।

এদিকে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষুদ্র শাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরম আলী সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক সাইদা ইসলামের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক আকরম ওই নারী শিক্ষিকাকে বেধড়ক পেটাতে থাকেন। এতে করে ওই শিক্ষিকা কান ও হাতসহ দেহের বিভিন্নস্থানে আঘাত পান।

নারী শিক্ষিকা সাইদা ইসলাম অভিযোগ করেন, প্রত্যয়নপত্রের জন্য শিক্ষার্থীর কাছ থেকে টাকা আদায় করছিলেন প্রধান শিক্ষক আকরম আলী। এর প্রতিবাদ করলে প্রধান শিক্ষক সাইদা ইসলামকে আঘাত করেন। এর আগে ২০১৮ সালে বিদ্যালয়ের আরেক নারী শিক্ষিকাকে পিটিয়েছিলেন প্রধান শিক্ষক আকরম।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) লাইলা তাসলিমা নাসরিন বলেন, নারী শিক্ষিকার অভিযোগে প্রধান শিক্ষক আকরম আলীর বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এসএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ