ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নগরে পিঠা উৎসব শুরু বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
নগরে পিঠা উৎসব শুরু বুধবার

ঢাকা: বাঙালির এক অনন্য খাবার পিঠা। আর এ পিঠা নিয়ে যদি বড় আয়োজন হয় তাহলে তো কথাই নেই।

তাইতো এবার নগরে শুরু হচ্ছে জাতীয় পিঠা উৎসবের ১৫তম আয়োজন। আগামী ৫ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ১০ দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে।

সোমবার (৩ জানুয়ারি) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যজন দেবপ্রসাদ দেবনাথ। আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি। এ সময় উৎসব উদযাপন পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, এ উৎসবে পৌষের কনকনে শীতে পিঠার পসরা সাজিয়ে বসবেন দেশের বিভিন্ন অঞ্চলের পিঠা শিল্পীরা। এ উৎসবে ৫০টিরও অধিক স্টলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বিভিন্ন অঞ্চলের অনন্য প্রতিভাধর শিল্পীরা হৃদয় উজার করে তৈরি করবেন শত রকমের পিঠা।

আগামী ৫ জানুয়ারি বিকেলে ১৫তম এ জাতীয় পিঠা উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় মঞ্চসারথি আতাউর রহমান, নাট্যজন রামেন্দু মজুমদার, নৃত্যগুরু আমানুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, ম হামিদসহ বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। আয়োজনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।