ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
সাতক্ষীরায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ

সাতক্ষীরা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, অতীতের মত সকল আন্দোলন সংগ্রামে ছাত্রদল রাজপথে থাকবে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সরকারের পতন নিশ্চিত করবে।

সমাবেশে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজীবের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সিনিয়র সহ-সভাপতি মনজুরুল মোরশেদ, সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাকফুর রহমান ও মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আবু রায়হানসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রদলের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।