ঢাকা, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩১, ০৩ এপ্রিল ২০২৫, ০৪ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

বাড়িতে ঈদ করতে এসে যুবলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
বাড়িতে ঈদ করতে এসে যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদরে মহসিন খন্দকার ওরফে মহসিন মেম্বার (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১ এপ্রিল) ভোরে উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব-৯ এর সদস্যরা।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মহসিন খন্দকার ওই এলাকার মৃত লালু খন্দকারের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সুহিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মহসিন খন্দকারের নামে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। তিনি ঈদের দিন গোপনে বাড়িতে আসেন। এ খবরের ভিত্তিতে র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।