ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ সোহেলকে জনপ্রতিনিধি হিসেবে দেখার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
শেখ সোহেলকে জনপ্রতিনিধি হিসেবে দেখার দাবি

খুলনা: খুলনা জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেলকে জনপ্রতিনিধি হিসেবে দেখার দাবি উঠেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে শুরু হওয়া সম্মেলনে প্রথম এই দাবি তোলেন বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়।

পরে শেখ সোহেল সম্মানিত অতিথির বক্তব্য দিতে আসলে সমাবেশ স্থল ও আশপাশে থাকা লক্ষাধিক নেতাকর্মী তাকে জনপ্রতিনিধি হেসেবে দেখার দাবি তুলে স্লোগান দিতে থাকেন। প্রায় ২০ থেকে ২৫ মিনিট এই দাবিতে স্লোগান দেন নেতা কর্মীরা।

খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুএনর সঞ্চালনায় ও জেলা যুবলীগ সভাপতি মো. কামরুজ্জামান জামালের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএমএ মোজাম্মেল হক, এস এম কামাল, বঙ্গবন্ধুর খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশীদ।

এছাড়া আরও বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ জালাল উদ্দীন রুবেল,  বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম রফিক, মৃণাল কান্তি জোয়ার্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. শামীম আল আহসান সোহাগ, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু এমপিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় তারা নানা বক্তব্যের মধ্যেও করোনাকালীন সময়ে শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের কার্যক্রম, রমজানে মাসব্যাপী নগরীতে ইফতার বিতরণসহ খুলনা বিভাগের যুবলীগকে সংগঠিত করতে শেখ সোহেলের ভূমিকার কথা তুলে ধরে তাকে জনপ্রতিনিধি হিসেবে দেখার দাবি তোলেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।