ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহাবুবসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহাবুবসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহ: ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক এজিএস মাহাবুবুর রহমানসহ (৩৮) দুজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেপ্তারকৃত অপরজন হলেন- বিএনপি নেতা মো. হানিফ উদ্দিন (৬৭)। তিনি নগরীর জমির মুন্সি রোড এলাকার বাসিন্দা।  

সন্ধ্যা ৭টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া নিয়মিত অভিযানের অংশ হিসেবে অন্যান্য মামলায় আরও ১২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এদিকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।  

এক বিবৃতিতে তিনি বলেন, গ্রেপ্তার করে বিএনপির এক দফার আন্দোলন বন্ধ করা যাবে না। অচিরেই রাজপথের কঠোর আন্দোলনে এ সরকারের পতন হবে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।