ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করা হবে: দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করা হবে: দুলু

নাটোর: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জাতিসংঘ ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা খুনি। গত ১৫ বছর ও জুলাই-আগস্ট বিপ্লবে দেশে যত গুম, হত্যা, মানবতাবিরোধী অপরাধ হয়েছে এর জন্য শেখ হাসিনা দায়ী।

তাই জাতিসংঘ তার বিচার দাবি করেছে। এসব গুম হত্যার জন্য শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করা হবে। পাশাপাশি সব হত্যার জন্য দায়ী আওয়ামী লীগ নেতাকর্মীদের আগামী দিনে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে এক জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।  

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও দ্রুত নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী জেলা বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ।

জনসভায় দুলু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। দিন দিন আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, দ্রব্যমূল্য বাড়ছে। সারাদেশে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, লুটপাট ও চাঁদাবাজি এবং ঢাকার যানজট বেড়েই চলেছে। এসব উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে অনুরোধ ২০ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়। নির্বাচন আর দেরি করা যাবে না। দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন নির্বাচিত সরকার সেই ৩১ দফার মাধ্যমেই দেশের প্রয়োজনীয় সংস্কার করবে।

তিনি আরও বলেন, নাটোরের সন্ত্রাসী সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল প্রকাশ্য দিবালোকে ছাত্রদল নেতা সুজনকে হত্যা করেছে। সুজনের শোকে কিছুদিনের মধ্যে তারা বাবা-মা মারা গেছে। সম্প্রতি তার স্ত্রীও মারা গেছে। নাটোরে আওয়ামী লীগ অসংখ্য বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীকে হত্যা করেছে। যুবদল নেতা রাকিব ও রায়হানকে হত্যা করে আওয়ামী লীগ উল্টো বিএনপির নামে মামলা দিয়েছে। ১৫ বছর আগে প্রকাশ্য দিবালোকে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানা উল্লাহ নূর বাবুকে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। আজও বাবু হত্যার কোনো বিচার হয়নি। আগামী দিনে অবশ্যই তাদের বিচারের মুখোমুখি করা হবে।

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় কার্যকরী সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, বিএনপি নেত্রী ছাবিনা ইয়াসমীন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, আব্দুল আজিজ, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।