ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির অপরাজনীতি করার জন্য যুগে যুগে ইতিহাস বিকৃত করেছে। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা নয় বরং পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।
শুক্রবার (৭ মার্চ) শিশুকল্যাণ পরিষদ হলরুমে যুব জাগপা আয়োজিত বন্ধুপ্রতিম যুব সংগঠনের নেতাদেরর সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, সময় এসেছে ’৭১ এর সঠিক ইতিহাস প্রকাশ করার। ’৭১ এর চেতনা বিক্রির অপরাজনীতি বাংলাদেশে মুখ থুবড়ে পড়েছে। ’২৪ এর চেতনা বিক্রির অপরাজনীতি কেউ করতে চাইলে সেটাও এক সময় হারিয়ে যাবে। আগামীর স্বাধীন সার্বভৌম সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবার একতাবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে।
যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় আর বক্তব্য রাখেন মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, আব্দুজ জাহের আরেফী, নাদিম হাসান, মুন্তাজুল ইসলাম, হাদীউজ্জামান খোকন, শিহাব ইসলাম, এস এম সামছুল আলম নিক্সন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
টিএ/এএটি