ঢাকা, শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৫ এপ্রিল ২০২৫, ২৬ শাওয়াল ১৪৪৬

রাজনীতি

টেকসই রাজনৈতিক ব্যবস্থা কায়েমে জাপার বিকল্প নেই: চুন্নু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
টেকসই রাজনৈতিক ব্যবস্থা কায়েমে জাপার বিকল্প নেই: চুন্নু

ঢাকা: জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করে একটি টেকসই রাজনৈতিক ব্যবস্থা কায়েম করার জন্য জাতীয় পার্টির (জাপা) কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে অতিরিক্ত মহাসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টির ৯ বছরের সুশাসন, উন্নয়ন তার প্রমাণ করে। দলকে সুসংগঠিত করতে আগামী ১ মাসের মধ্যে জেলা সফরের কর্মপরিকল্পনা তৈরির জন্য তিনি অতিরিক্ত মহাসচিবদের নির্দেশ দেন।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া ও লিয়াকত হোসেন খোকা।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এসএমএকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।