ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শনিবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের যৌথসভা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
শনিবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের যৌথসভা

ঢাকা: দলের যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে শনিবার (২ জানুয়ারি) যৌথসভা করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই দিন বেলা ১১টায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

যৌথসভা শেষে ফখরুল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
 
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিএনপির যুগ্ম-মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।