ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জোট শরিকদের পক্ষে মনোনয়ন নিচ্ছে জাসদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, নভেম্বর ২৭, ২০১৮
জোট শরিকদের পক্ষে মনোনয়ন নিচ্ছে জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দলের লোগো

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটের অন্যান্য শরিকদের পক্ষে  আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফরম নিচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

মঙ্গলবার (২৭ নভেম্বর) জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া  আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে নড়াইল-১ আসনে মনোনয়নের চিঠি বুঝে নেন।

তার কিছুক্ষণ পরই চট্টগ্রাম-৮ আসন থেকে মাইনুদ্দিন খান বাদলের পক্ষে তার স্ত্রী সেলিনা খান মনোনয়ন পত্র বুঝে নেন।

এসময় আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জোটের মনোনয়নের চিঠি বুঝিয়ে দিয়েছেন বলে বাংলানিউজকে জানান সেলিনা খান।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
এমএএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।