ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খুলনায় বিএনপির তারুণ্যের সমাবেশ শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, মে ১৬, ২০২৫
খুলনায় বিএনপির তারুণ্যের সমাবেশ শনিবার

খুলনা: ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার (১৭ মে)।

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতায় দেশের তরুণদের শক্তিকে কাজে লাগাতে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে এ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থাকবেন। খুলনা ও বরিশাল বিভাগের তরুণ নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেবেন।
এদিকে সমাবেশকে ঘিরে নগরজুড়ে বিএনপির রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর। কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর মাইকিং ও বিলবোর্ড টানানো হয়েছে বিভাগজুড়ে।

দলীয় সূত্র জানিয়েছে, ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র এই সমাবেশে হবে তরুণদের মহামিলন। এখানে সমবেত হবেন দেশের নানা শ্রেণি-পেশা, বিশ্বাস, মতাদর্শ ও সামাজিক পটভূমি থেকে উঠে আসা তরুণ-তরুণীরা। যারা স্বপ্ন দেখেন একটি আধুনিক, ন্যায্য ও মানবিক বাংলাদেশের। তাদের সঙ্গে থাকবেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।

বিগত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, বাকস্বাধীনতা ফিরে পাওয়া এবং হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দৃশ্যমান ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে সক্রিয় থেকেছে এই তরুণরাই। শনিবারের সমাবেশের মাধ্যমে তারা আবারও একাত্মতা প্রকাশ করবে। এই সমাবেশ থেকেই তারুণ্যের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছে আয়োজকরা।

বর্তমানে দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। গেল জুলাই-আগস্টে গণআন্দোলনের নেতৃত্বেও ছিলেন তরুণরাই। দেশের বিভিন্ন খাতে এখনো তরুণদের পুরোপুরি যুক্ত করা সম্ভব হয়নি। বিএনপি তরুণদের মেধা, জ্ঞান ও স্বপ্নকে ধারণ করতে চায়, এবং প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দিয়ে দেশের উন্নয়নে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চায়।

তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথম কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি যুগান্তকারী কর্মসূচি। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা ও নেতৃত্বের একটি উজ্জ্বল নিদর্শন।

শুক্রবার (১৬ মে) দুপুরে খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন বলেন, খুলনার ইতিহাসের সর্ববৃহৎ তারুণ্যের সমাবেশ আমরা খুলনাবাসী ও বরিশালবাসীর সমন্বয়ে পুরো দেশবাসীকে উপহার দেব। সমাবেশে মানুষের ঢল নামবে। তারেক রহমানের নির্দেশনায় তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা একতাবদ্ধ।  

খুলনা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সমতা, সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফার আলোকে তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। এই বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র, যেখানে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান থাকবে সবার নাগালে। ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করে মানবিক বাংলাদেশ বিনির্মাণে তরুণরা অগ্রণী ভূমিকা পালন করবে।  

বিএনপি তরুণদের ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদি প্রথা বিলুপ্ত করে একটি আধুনিক ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।  

এমআরএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।