ঢাকা: জাতীয় নাগরিক পার্টির উপদেষ্টা পরিষদ গঠনে ১২ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে দলটি।
শুক্রবার (১৬ মে) দলের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সমন্বয়কারী হিসেবে রয়েছেন সামান্তা শারমিন।
কমিটির সদস্যরা হলেন, তাজনূভা জাবীন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, অর্পিতা শ্যামা দেব, খালেদ সাইফুল্লাহ, আলাউদ্দিন মোহাম্মদ, মোশফিকুর রহমান জোহান, মীর আরশাদুল হক, মাওলানা সানাউল্লাহ খান, দিলশানা পারুল ও খান মুহাম্মদ মুরসালীন।
এফএই/জেএইচ