ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘জাতীয় যুব শক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, মে ১৬, ২০২৫
‘জাতীয় যুব শক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু ছবি: শাকিল আহমেদ

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুব শক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেল ৪টা ৪০ মিনিটে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে এনসিপির এই যুব উইংয়ের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

এর আগে দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা অনুষ্ঠানস্থলে আসেন।

এ সময় অংশগ্রহণকারীদেরকে ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘আপস না, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না, রাজপথ, রাজপথ’, ‘দিল্লি না, ঢাকা, ঢাকা ঢাকা’, ‘যুব শক্তি আসছে, রাজপথ কাঁপছে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) দুপুরে বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপির যুব উইংয়ের সমন্বয়কারীদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ২৮ ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশের পর আমরা দেশের প্রতিটি জেলার মানুষের সঙ্গে কথা বলেছি। কীভাবে যুব সংগঠন আত্মপ্রকাশ করতে পারে, সে বিষয়ে মতামত নিয়েছি।

তিনি বলেন, গণতান্ত্রিক ছাত্রশক্তি যেমন জুলাই অভ্যুত্থানে বড় আকারে নেতৃত্ব দিয়েছে, তেমনি ‘জাতীয় যুব শক্তি’ বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবে।  

তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক ও সামাজিক পরিবেশ তৈরি হয়েছে, তা এক-দেড়শ বছরে একবার আসে। বর্তমানে দেশের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ তরুণ। এই তরুণদের শক্তিকে কাজে লাগাতে হলে তাদের সংগঠিত করা ছাড়া উপায় নেই।  

এসসি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।