ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৬, মে ১৭, ২০২৫
এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী ছবি: শাকিল আহমেদ

ঢাকা: দেশে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। তাই ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের লড়াই সবাইকে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ মে) রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজকে আমরা এমন একটি ঐতিহাসিক সময় দাঁড়িয়েছি, যে সময় আমরা আমাদের যুব উইং গঠন করছি। যার নাম আমরা দিয়েছি জাতীয় যুব শক্তি। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে সক্ষম এখনো হয়নি। এই লড়াইটা চলমান থাকবে। তেমনিভাবে নতুন বন্দোবস্ত এবং মর্যাদাকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম সেই সংগ্রামের পতাকা যাদের নেতৃত্বে থাকবে তারাই হলো আগামী দিনের যুবশক্তি। আর সেই যুবশক্তির প্রাণভোমরা আজকে আমাদের সামনে বসে আছে।

তিনি আরও বলেন, আমরা গত ৩ মাস জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের মধ্য দিয়ে ৬৪ জেলায় যোগাযোগ করেছিলাম। কীভাবে ফ্যাসিবাদী কায়দা থেকে বের হয়ে নতুন একটি পদ্ধতির মাধ্যমে, নতুন একটি সিস্টেমের মাধ্যমে, নতুন একটি বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশে যুবকদের জন্য কাজ করা যায়। সেজন্য সেই প্রক্রিয়া শুরু করি। আমরা ৬৪ জেলায় ভ্রমণ করেছিলাম। সেখানে মানুষের সঙ্গে কথা বলেছিলাম। সমাজের বিভিন্ন স্টেকহোল্ডাদের সঙ্গে কথা বলেছি। সবার ঐক্যবদ্ধ মিলনে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজকে জাতীয় যুবশক্তিতে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি তাদের সঙ্গে নিজস্বভাবে কথা বলেছি। তাদের প্রতিশ্রুতি নিয়েছি৷ তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, বাংলাদেশের যতদিন অস্তিত্ব রয়েছে ততদিন পর্যন্ত যুবশক্তি কাজ করে যাবে।

এ সময় তিনি জাতীয় যুবশক্তির আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করেন। পাশাপাশি জগন্নাথ বিশ্বববদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের চলমান আন্দোলনের যৌক্তিক দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউতে নারীদের সমাবেশের প্রতিও সংহতি জানান।

এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসাউদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।