ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপির গুলশান কার্যালয়ে হামলা, ভাঙচুর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৯, ডিসেম্বর ৮, ২০১৮
বিএনপির গুলশান কার্যালয়ে হামলা, ভাঙচুর বিএনপির গুলশান কার্যালয়ে মনোনয়নবঞ্চিতদের ইটপাটকেল নিক্ষেপের ছবি

ঢাকা: বিএনপির গুলশান কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন মনোনয়নবঞ্চিতরা। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে কার্যালয়ের কাঁচ ভাঙচুর করেন।

শনিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার পর এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় একটি বেসরকারি টিভির একজন সাংবাদিক ইটের আঘাতে আহত হয়েছেন।

জানা গেছে, শেরপুর-২ আসনের মনোনয়নবঞ্চিত ফাহিম চৌধুরী, গোপালগঞ্জ-১ আসনের সেলিমুজ্জামান, চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলনের সমর্থকেরা এ হামলা চালায়।

এর আগে শুক্রবার (০৭ ডিসেম্বর) রাতেও মনোনয়নবঞ্চিতদের হট্টগোলে সরগরম হয়ে উঠে বিএনপি কার্যালয়। মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করেন অনেকে।

এদিকে শনিবার সকালে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন মনোনয়নবঞ্চিত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের কর্মী সমর্থকরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।