ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সমাবেশে যেতে ফখরুলকে বাধা দেওয়ার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, ডিসেম্বর ২১, ২০১৮
সমাবেশে যেতে ফখরুলকে বাধা দেওয়ার অভিযোগ সমাবেশে যেতে ফখরুলকে বাধার অভিযোগ-ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় মদনপুর এলাকায় ও বন্দরের বিভিন্ন প্রবেশপথে এ বাধা দেওয়া হয়।

বিকেলে বন্দরের সোনাকান্দা স্টেডিয়ামে এ সমাবেশ হওয়ার কথা।

ইতোমধ্যে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করেছেন।

নারায়ণগঞ্জ-৫ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এস এম আকরাম জানান, আমাদের মহাসচিবকে আসতে পথে পথে বাধা দেওয়া হচ্ছে। আমরা স্টেজ করতে পারিনি, এমনকি একটি ট্রাক আনার সময় সেটিও বাধা দিয়ে আটকে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।