ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

গোডাউন থেকে ২৫ টন চাল জব্দ, আ’লীগ নেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৯, এপ্রিল ১২, ২০২০
গোডাউন থেকে ২৫ টন চাল জব্দ, আ’লীগ নেতা আটক

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি গোডাউন থেকে বিভিন্ন প্রকল্প বরাদ্দের প্রায় সাড়ে ২৫ টন চাল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। একইসঙ্গে ওই গোডাউন মালিক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আল ইসরাইল জুবেলকে আটক করেছেন র‌্যাব সদস্যরা।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোপিনাথপুর বাজার এলাকার গোডাউন থেকে ওই চাল জব্দ এবং মালিককে আটক করা হয়।

আটক আল ইসরাইল জুবেল গোপিনাথপুর গ্রামের মৃত নজির উদ্দীন আহম্মেদের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বলেন, সন্ধ্যায় গোপিনাথপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। গোডাউন থেকে বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের বরাদ্দের ২৫ হাজার ৪৪০ কেজি চাল জব্দ করা হয়। তখন গোডাউন মালিককেও আটক করা হয়।

তিনি বলেন, বর্তমান দুর্যোগপূর্ণ সময়ে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য চাল বরাদ্দ দিলেও সেটা অবৈধভাবে মজুদ করে চড়া দামে বিক্রি করছিলেন জুবেল। প্রাথমিকভাবে বিষয়টি তিনি স্বীকারও করেছেন।

এ ঘটনায় আক্কেলপুর থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৭৫৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।