জামালপুর পৌরসভার চন্দ্রা ঘুণ্টি এলাকায় মাকে কুপিয়ে হত্যার পর ময়মনসিংহে বাবার বাড়িতে লুকিয়েছিল মামলার একমাত্র আসামি ছেলে মঞ্জু। সেখানে গিয়েও শেষ রক্ষা হয়নি তার।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নাওভাঙা চরের দক্ষিণপাড়া গ্রামে বাবা তোতা মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বাড়ির পাশে গাছ বিক্রির দাম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কুপিয়ে মা মঞ্জিলা বেগমকে হত্যা ও গাছ কাটতে আসা এক ব্যক্তিকে আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মঞ্জু। এ ঘটনায় মঞ্জিলার ছোট ছেলে জীবন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বাবা তোতা মিয়ার বাড়ি থেকে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনিসুর আশেকীন বলেন, মা ও পরিবারের অবহেলা থেকে চাপা ক্ষোভ এবং কম দামে গাছ বিক্রি করার কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছেন মঞ্জু, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন তিনি। মঞ্জুকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এসআরএস