ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

বিএনপি নেতাকে হাতুড়িপেটার ঘটনায় জামায়াত নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
বিএনপি নেতাকে হাতুড়িপেটার ঘটনায় জামায়াত নেতা আটক বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় থানা ফটকের সামনে বিএনপি নেতাকে হাতুড়িপেটার ঘটনায় পৌর জামায়াতের সদস্য হাফিজুর রহমানকে (৩৪) আটক করেছে পুলিশ।  

এদিকে জামায়াত-শিবিরকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

 

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার সলপ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাফিজুর উল্লাপাড়া পৌর জামায়াতের সদস্য ও উপজেলার রামকান্তপুর এলাকারর বাসিন্দা।

এদিকে আহত উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর হামলার ঘটনায় হাফিজুর নামে এক যুবককে আটক করা হয়েছে।

এদিকে শুক্রবার রাতে জামায়াত-শিবিরকে উল্লাপাড়ায় অবাঞ্চিত ঘোষণা করে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। উপজেলা বিএনপির অফিস থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশ থেকে বিএনপি নেতা আজাদ হোসেন ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। গ্রেপ্তার না হলে রোববার হরতালের ঘোষণা দেন দলের নেতারা।  

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শিবলু ইসলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার আমীন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আউলিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি রিসাত করিম নয়ন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।

শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে আজাদ হোসেন তার কয়েকজন লোকের সঙ্গে থানার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় জামায়াত নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।