ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

খুলনায় যুবককে গুলি করে হত্যা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
খুলনায় যুবককে গুলি করে হত্যা  প্রতীকী ফটো

খুলনা: খুলনার ফুলতলায় সুমন মোল্লা (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ফুলতলা উপজেলার পিপরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মোল্লা পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ১টা ৪০ মিনিটে নিজ মোটরসাইকেল নিয়ে জামিরা বাজারের উদ্দেশে তিনি বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে কিছু দূর যাওয়ার পিপরাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা তিন যুবক তার গতিরোধ করে। সুমন মোল্লা কিছু বুঝে ওঠার আগে এক যুবক তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার ডান থুতনি ভেদ হয়ে বের হয়ে যায়। এ সময়ে সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধানক্ষেতে পড়ে যায়। সন্ত্রাসীরা গুলি করে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়ার গুলির শব্দে ঘটনাস্থলে এসে সুমন মোল্লাকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, সুমন বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটকে সম্ভাব্যস্থানে পুলিশ চেকপোস্ট এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। সুমনের মরদেহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।