ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

‘গেঞ্জি দিলা না’, শ্রীপুরে ওসির ৫ লাখ ‘ঘুষ চাওয়ার’ অডিও ফাঁস

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
‘গেঞ্জি দিলা না’, শ্রীপুরে ওসির ৫ লাখ ‘ঘুষ চাওয়ার’ অডিও ফাঁস

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে এক ঝুট ব্যবসায়ীর সঙ্গে পুলিশ কর্মকর্তার অর্থ  লেনদেন–সম্পর্কিত কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।

আর ওই ব্যবসায়ী উপজেলার হাওলা এলাকার ঝুট ব্যবসায়ী সেলিম সিকদার।

রোববার রাত থেকে কথোপকথনের অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়াতে থাকে।

ব্যবসায়ী সেলিম সিকদার সোমবার (২১ এপ্রিল) সাংবাদিকদের জানান, ওসি তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছেন। আর অডিওটি তার আর ওসির কথোপকথনের।
 
সেলিম সিকদার দাবি করছেন, অডিও রেকর্ডটি ফাঁস হওয়ার পর ওসি জয়নাল আবেদীন মন্ডল তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। ওসি তাকে ফেসবুক লাইভে গিয়ে বলতে বলছেন রেকর্ডটি ভুয়া। তাহলে কারো কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, হাওলা এলাকায় ফর্মূলা ওয়ান স্পিনিং মিলস্ লিমিটেড কারখানায় তার নানা ১০/১৫ বছর আগে জমি কিনে দেন এবং ওই কারখানা স্থাপনে সহযোগিতা করে। সেই সুবাদে কারখানা প্রতিষ্ঠার পর থেকে তিনি ঝুট ব্যবসা করছেন। এখানে তিনি রাজনৈতিক পরিচয়ে ব্যবসা করতেন না।  

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ওসি কল দিয়ে তাকে থানায় নেয়। পরে ওসি তাকে বলেন, যদি ব্যবসা করতে চাইলে তাকে মাসে দুই লাখ টাকা করে দিতে হবে। প্রথমে তাকে ৫০ হাজার টাকা দেওয়া হয়। এরপর হয় এক লাখ টাকা দেওয়ার চুক্তি।

কিন্তু ওসি পরে পাঁচ লাখ টাকা দাবি করেন। এত টাকা দিতে অস্বীকার করলে এক নেতার মাধ্যমে ডেকে নিয়ে তাকে (সেলিম সিকদার) গ্রেপ্তার করেন। পরে ১০ লাখ টাকা ঘুস চান, না দিলে তার নামে হত্যা মামলা দেওয়ার হুমকি দেন।  

সেলিম সিকদার দাবি করেন, একপর্যায়ে ৫৪ ধারায় গ্রেপ্তার এড়ানোর শর্তে ওসিকে তিনি আড়াই লাখ টাকা দেন। কিন্তু টাকা নিয়েও তাকে রাজনৈতিক হত্যা মামলায় চালান দেওয়া হয়।  

৬ মিনিট ৫১ সেকেন্ডের অডিও রেকর্ডের একপর্যায়ে শোনা যায়, ওসি জয়নাল আবেদীন মন্ডল ঝুট ব্যবসায়ী সেলিমকে বলছেন, তুমি তো আমাকে গেঞ্জি দিলা না ফুল হাতা। তোমার নানাকে বইল আমাকে লাখ পাঁচেক টাকা দিতে।

এসব বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, এটা সুপার এডিট করা। অসৎ উদ্দেশ্যে কেউ এমন কাজ করেছে।  

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
আরএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।